গেম খেলার সাশ্রয়ী ল্যাপটপ আনলো ডেল
গেম খেলতে খেলতে ল্যাপটপ নষ্ট করেছেন এমন ঘটনা অহরহ। তবে এবার সেই চিন্তা থেকে মুক্ত থেকেই খেলতে পারেন গেম। বাজেটের শাসন এড়িয়ে গেম খেলার উপযোগী ডেল ব্র্যান্ডের ল্যাপটপ হাতের নাগালে নিয়ে এসেছে দেশের অন্যতম প্রযুক্তিপণ্য সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
ডেল ব্র্যান্ডের পঞ্চম প্রজন্মের এই ল্যাপটপে রয়েছে এনভিডিয়া জিফোর্স ২জিবি গ্রাফিক্স। ২.২গিগাহার্জ গতির প্রসেসরে ল্যাপটির পর্দা ১৪ ইঞ্চি প্রশস্ত। রয়েছে ৫০০ জিবি হার্ডড্রাইভ, ৪ জিবি র্যাম ও দুটি ওয়েভ ম্যাক্স অডিও স্পিকার, এইচডি ওয়েবক্যাম, ডিজিটাল মাইক্রোফোন। পাশাপাশি ডিভিডি রাইটার, থ্রি ইন ওয়ান কার্ডরিডার, ব্লু-টুথ ৪.০, এইচডিএমআই, আরজে ৪৫ ও ইউএসবি পোর্ট এবং ৪ সেল ব্যাটারি রয়েছে এই স্ট্যান্ডার্ড ব্লাক কালারের ল্যাপটপটিতে।
ঘরে-বাইরে প্রাত্যহিক প্রফেশনাল কাজের পাশাপাশি বিনোদন ও গেম খেলার জন্য এই মুহূর্তে সবচেয়ে বাজেট সাশ্রয়ী ডেল ইন্সপায়রন এন৩৪৪৩ মডেলের ল্যাপটপটির খুচরা মূল্য ৩৯ হাজার ৫০০ টাকা। সঙ্গে থাকছে একটি অরিজিনাল ক্যারিকেস ও দুই বছরের বিক্রয়োত্তর সেবা।
মন্তব্য চালু নেই