গেম ওভার হলো মাইক্রোসফটের জনপ্রিয় এক্সবক্সের

মাইক্রোসফট বুধবার জানিয়েছে, তারা এখন থেকে আর এক্সবক্স ৩৬০ ভিডিও গেম কনসোল উৎপাদন করবে না।এই কনসোলটি ২০০৫ সালে বাজারে আসে। শুরুতেই এটি গেমারদের মধ্যে জনপ্রিয়তা পেতে থাকে। এই প্রর্যন্ত কনসোলটি বিক্রি হয়েছে ৮০ মিলিয়ন। এই গেমিং ডিভাইসটি মাইক্রোসফটের প্রাথমিক গেমিং কনসোল ছিল। এটি ছিল দামেও সস্তা।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক্সবক্স ৩৬০ ভিডিও গেম কনসোল রাজত্ব করে। ২০১৩ তে মাইক্রোসফট নতুন কনসোল বাজারে আনে। এটি ছিল এক্সবক্স ওয়ান। এটি বাজারে এলো এক্সবক্স ৩৬০ এর জনপ্রিয়তা কমতে থাকে।

এক্সবক্স ৩৬০ সঙ্গে কয়েকটি জনপ্রিয় গেমস অবমুক্ত করা হয়, এসময় অ্যাকটিভিশন বিলিজার্ড কল অব ডিউটি ২ এবং ইলেকট্রোনিক্স আর্টস নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড বাজারে আসে।

মাইক্রোসফট এক ব্লগ পোস্টে জানিয়েছে, তারা ইতোপূর্বে উৎপাদিত এক্সবক্স ৩৬০ কনসোল বিক্রি করবে। তবে নতুন করে আর উৎপাদনে যাবে না। অন্যদিকে এই ডিভাইসটির সকল ধরনের কাস্টমার সার্ভিস দেয়া হবে। পাওয়া যাবে এক্সবক্স লাইভ নেটওয়ার্কিং সুবিধাও। এই লাইভ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অনলাইনে মাল্টিপ্লেয়ার গেমিং সুবিধা পাওয়া যায়।



মন্তব্য চালু নেই