গৃহবধূর অভিযোগে পুলিশের তোপের মুখে পড়লেন সানি লিওন!
সানির বিরুদ্ধে ডম্বিভ্যালি পুলিশ থানান অভিযোগ দায়ের করলেন এক গৃহবধূ। অঞ্জলি পালান নামে এই মহিলার দাবী সোশ্যাল মিডিয়ায় অকারণ অশ্লীল ছবি পোস্ট করেছেন সানি। যা সমাজে বিশেষ করে বাচ্চাদের মধ্যে খারাপ প্রভাব ফেলছে।
অঞ্জলি পুলিশকে জানিয়েছেন, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এই অভিনেত্রীর একাধিক কুরুচিকর পোস্ট ও ছবি তাঁর নজরে এসেছে। আর সেটা সানির নিজস্ব ওয়েবসাইট Sunnyleone.com-এ তিনি দেখেছেন।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, সানিকে মহিলাদের প্রতিনিধিত্ব ও তথ্য-প্রযুক্তি আইনের ৩, ৪ অনুচ্ছেদে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাঁকে অভিযুক্ত করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট বিভিন্ন ধারাতেও। ডম্বিভ্যালি পুলিশ আরও বলেন, তাঁরা মামলাটি পরবর্তী তদন্তের জন্য থানে পুলিশের সাইবার সেলের কাছে পাঠিয়ে দিয়েছে।
মন্তব্য চালু নেই