গুলি সরকারকে রক্ষা করতে পারবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ বলেছেন, ‘এবারের গণদাবি কাউকে থামাতে পারবে না। জনতা মাঠে নামলে কোনো গুলি সরকারকে রক্ষা করতে পারবে না।’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্টের আয়োজনে ‘নারায়ণগঞ্জ ও কালশীসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ধামাচাপা ও নাগরিক নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের আন্দোলনের মুখে অস্ত্র দিয়ে, নিরাপত্তা বাহিনী দিয়ে সরকার নিজেকে রক্ষা করতে পারবে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে উৎখাত করতে চাই। যদি বাধা দেয়া হয় তাহলে সৈয়দ আশরাফ যে কথা বলেছেন সে পথেই হাঁটতে হবে।’

আইনশৃংখলা বাহিনীর সমালোচনা করে হান্নান শাহ বলেন, ‘কোথায় তারা জনগণকে নিরাপত্তা দেবে, শান্তিতে থাকতে দেবে- তা না করে তারা নিজেরাই এখন কিলিং মিশনের সদস্য হয়ে কাজ করছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ভারতের সঙ্গে সরকার এ পযর্ন্ত যে চুক্তি করেছে তার একটিও পার্লামেন্টে উঠান নাই। ভারত তার স্বার্থের জন্য যা করার তাই করবে।’

সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে এ বৈঠকে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, সংগঠনের সভাপতি আজিজুল হক সোহাগ প্রমুখ।



মন্তব্য চালু নেই