গুলিতে আহত হাতি মানুষের কাছে সাহায্য চাইল যেভাবে…
প্রথম দেখায় মনে হতে পারে হাতিটি সাফারি লজের কোনো অতিথিকে দেখতে এসেছে। কিন্তু ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে আসলে হাতিটি এসেছিল সাহায্য চাইতে।
ব্রিটেনের অনলাইন মেট্রোর খবরে বলা হয়, হাতিটি গুলিতে আঘাত আহত হওয়ার পর জিম্বাবুয়ের বুম হিল লজের এক পর্যটকের কটেজে গিয়ে সাহায্য চায়। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা হাতিটিকে গুলি করে থাকতে পারে।
বেন নামের হাতিটি পর্যটকদের কাছে নিজেকে অসহায়ভাবে উপস্থাপন করলে সেখানকার ম্যানেজার নিক মিলনে বেনকে সাহায্য করে।
দুটি গুলি নিয়ে অনেক দূর হেঁটে যায় বেন। নিক মৃতপ্রায় নিস্তেজ হয়ে যাওয়া হাতিটিকে সাহায্যের জন্য বিশেষজ্ঞদের ডাকেন।
বিশেষজ্ঞ দলটি ঘুমের ওষুধ দিয়ে ক্ষতস্থান পর্যবেক্ষণ করে দেখেন, কাঁধের মধ্যে গুরুতর জখম রয়েছে।
পর্যবেক্ষণের পর হাতির কানে দুটি গুলি খুঁজে পায় তারা। তারপর গুলি দুটি সাবধানে বের করে আনা হয়।
পরবর্তী অবস্থা পর্যবেক্ষণে রাখতে বিশেষজ্ঞ দলটি বেনের শরীরে একটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছে।
মন্তব্য চালু নেই