গুলশান হামলার দিন পাকিস্তান থেকে খালেদাকে ফোন

গুলশানের হলি আর্টিসান রেস্তারাঁয় হামলার দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাকিস্তান থেকে টেলিফোন করা হয়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলীয় জোট আয়োজিত জঙ্গি সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি এমন দাবি করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, তারেক রহমানের কর্মচারী পরিচয়ে বেগম খালেদা জিয়াকে গুলশান হামলার দিন পাকিস্তান ও লন্ডন থেকে টেলিফোন করা হয়। এই ঘটনার সঙ্গে বেগম খালেদা জিয়া জড়িত বিষয়টি তাই প্রমাণ করে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্য আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, তিনি প্রথম দিন জাতীয় ঐক্যের কথা বললেন। দুই দিন পর বললেন এই সরকার ক্ষমতা ছেড়ে নির্বাচন দিলে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে।

এর আগে বিকেল ৩টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সূচনা বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়। কয়েকজন বক্তার বক্তব্যের পর বৃষ্টির কারণে নেতাকর্মীরা চলে যেতে থাকেন। এ সময় হঠাৎ সভাপতির আসন ছেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।



মন্তব্য চালু নেই