গুলশান কার্যালয় খালেদার ‘বোমা ভবন’ : মায়া

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘খালেদা জিয়ার ছেলে তারেক রহমান করেছিলেন হাওয়া ভবন আর খালেদা জিয়া করেছেন বোমা ভবন।’

এ জন্য খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে চিরুনি অভিযান চালানোরও দাবি জানান আওয়ামী লীগের এই নেতা।

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটে বৃহস্পতিবার সকালে হরতালবিরোধী মানববন্ধনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সমর্থিত ২২টি সংগঠনকে নিয়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শত খানেক ‘সন্ত্রাসী’ আছে দাবি করে মায়া বলেন, ‘খালেদা জিয়ার কার্যালয়ে অবস্থানরত এ সব সন্ত্রাসীদের গ্রেফতার করলে দেশের বর্তমান সঙ্কট সমাধান হবে বলে আমার মনে হয়।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া হাওয়া ভবন করেছিল। আর খালেদা জিয়া করেছেন বোমা ভবন। এখান থেকেই সারাদেশে বোমা মারার পরিকল্পনা হয়। এমনকি এখান থেকে বোমা সাপ্লাইও হয়ে থাকে।’

খালেদা জিয়া ইসলামের ‘শত্রু’ দাবি করে তিনি বলেন, ‘হজের পর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত হয় বিশ্ব ইজতেমায়। সেখানে ধর্মপ্রাণ মুসলমানরা যেন না আসতে পারে তাই খালেদা জিয়া হরতাল-অবরোধ দিয়ে বাধাগ্রস্ত করেছে। এ অপরাধে আল্লাহ যেন তার শাস্তি দেন সেই দোয়া করি।’

বিএনপির হরতাল কর্মসূচি প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আগামীতে কোনো দল হরতাল ডাকলে সেটা সফল হবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। কারণ বিএনপি হরতালের ১২টা বাজিয়ে দিয়েছে। এই হরতালের কোনো অর্থ নেই।’

মানববন্ধনে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ ও সম্মিলিত আওয়ামী সমর্থক জোটসহ মোট ২২টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই