গুলশানে বিএনপি নেই, শুধু পুলিশ
গুলশানে রাজনৈতিক কার্যালয়ে গত শনিবার রাত থেকে অবরুদ্ধ হয়ে আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ জানুয়ারি বিএনপি ঘোষিত গণতন্ত্র হত্যা দিবসে নাশকতার আশঙ্কায় নিরাপত্তার কারণে তাকে কার্যালয়ের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যেকোনো মূল্যে ৫ জানুয়ারির কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া।
তবে সোমবার সকাল পৌনে ১০টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশের কোথাও বিএনপি নেতা-কর্মীদের খুব একটা চোখে পড়েনি। রাজধানীতে র্যালিসহ বিভিন্ন কর্মসূচির কথা বললেও তাদের রাস্তায় দেখা যায়নি।
সোমবার সকালে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সেখানে কোনো বিএনপি নেতা-কর্মী নেই, শুধু পুলিশ। কার্যালয়ের সামনের রাস্তায় বালু, ইট ও পাথরভর্তি ১৩টি ট্রাক রেখে দেওয়া হয়েছে। রাস্তার দুই দিকে কাঁটাতার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে।
কার্যালয়ের সামনে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ। কার্যালয়ের সামনের রাস্তায় তৈরি করা ব্যারিকেডের সীমানার ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এদিকে সকাল সোয়া ১০টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে থেকে দেলোয়ার হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তার বুকে ও পিঠে জড়ানো ব্যানারে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।
পুলিশ দেলোয়ারকে আটক করলে তিনি বলেন, ‘আমাকে কেন আটক করছেন? আমি তো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম।’
মন্তব্য চালু নেই