গুলশান হামলায় জামায়াত ও পাকিস্তান জড়িত : সুরঞ্জিত
গুলশান হামলায় জামায়াত ও পাকিস্তান জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রাষ্ট্রীয় শোক উপলক্ষে আয়োজিত শোকসভা ও বিশেষ প্রার্থনায় তিনি এ দাবি করেন।
সুরঞ্জিত বলেন, ‘দেশকে অস্থিতিশীল করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে।’
বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে জামায়াত থাকলে কোনোভাবেই ঐক্য সম্ভব নয়। গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলাকে সাম্প্রদায়িক হামলা হিসেবেও বলে উল্লেখ করেন তিনি।
শোকসভা শেষে জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বীরেন সিকদার, নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য পংকজ দেবনাথ ও আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী প্রমুখ।
মন্তব্য চালু নেই