গুরু দত্তর বায়োপিকে অভিনয়ে আগ্রহী শাহরুখ

এক সময় বলিউডে ঝড় তুলেছিলেন তিনি। ‘পিয়াসা’,’কাগজ কা ফুল’, ‘সাহেব বিবি গোলাম’, ‘চৌধভীঁ কা চাঁদ’ সিনেমা হৃদয় ছুঁয়ে গিয়েছিল দর্শকদের হৃদয়। কিন্তু মাত্র ৩৯ বছর বয়সে মারা যান। তিনি গুরু দত্ত। মৃত্যুর ৫২ বছর পরও তাঁর সিনেমা বলিউডের বিবর্তনের ক্ষেত্রে মাইলফলক হয়ে রয়ে গেছে।

এবার বায়োপিকে অভিনেতা তথা পরিচালক গুরু দত্তর ভূমিকায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন শাহরুখ খান। রূপালি পর্দায় তাঁর চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে শাহরুখের ইচ্ছার কথা জানিয়েছেন এক বিনোদন ম্যাগাজিনের সম্পাদক। তিনি ট্যুইট করে এ কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন, সিনেমায় গুরু দত্তর ট্রাজিক জীবনের রোমান্স, ক্ষোভ, হতাশা সবচেয়ে সুন্দর পর্দায় ফুটিয়ে তুলতে পারেন একমাত্র শাহরুখ। প্রত্যুত্তরে শাহরুখ জানিয়েছেন, অবশ্যই, আমার এটা করা উচিত। আর আপনি তো ভালোবেসে বলেছেন, সাদা-কালো ছবিতে আমার মুখটা সুন্দর কবিতার মতো।



মন্তব্য চালু নেই