গুরুতর আহত শুভশ্রী
গুরুতর আহত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ‘প্রেম কি বুঝিনি’ শিরোনামের সিনেমার শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় আহত হয়েছেন এই নায়িকা।
আজ মঙ্গলবার শুভশ্রী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই দুর্ঘটনার কিছু স্থিরচিত্র প্রকাশ করে এ তথ্য জানান। প্রকাশিত ছবিতে দেখা যায়, হাঁটুতে বেশ আঘাত পেয়েছেন শুভশ্রী। তাকে টিমের লোকজন কাঁধে ভর করে নিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘প্রেম কি বুঝিনি সিনেমার একটি গানের শুটিং করছিলাম। তখন এই দুর্ঘটনার শিকার হয়েছি। এমন অবস্থায় আমাকে সহযোগিতা করার জন্য টিমের সকলকে ধন্যবাদ। আমি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবো।’
‘প্রেম কি বুঝিনি’ সিনেমায় জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শুভশ্রী। কিছুদিন আগে লন্ডনে এই সিনেমার শুটিং শেষে দেশে ফিরেছেন তারা। বর্তমানে কলকাতাতেই দৃশ্যধারণের কাজ চলছে। শুভশ্রীর এই আঘাতের কারণে আপাতত শুটিং বন্ধ রয়েছে।
মন্তব্য চালু নেই