‘গুমের জন্য শেখ হাসিনার নোবেল পাওয়া উচিৎ’
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘রাজনৈতিক নেতাদের গুম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করেছেন। গুমের জন্য শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়া উচিৎ।’
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন বলেন, ‘শেখ হাসিনার দ্বারা ভারতের কার্যসিদ্ধি হবে বলে তিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যথায় তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন না।’
সালাহ উদ্দিনকে বেগম খালেদা জিয়া ময়লার বস্তায় ভরে পাচার করে দিয়ে থাকতে পারেন- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আপনি কি দেখেছেন? যদি দেখেই থাকেন তবে মামলা করলেন না কেন? এ কথা বলার জন্য আপনাকে প্রমাণ করতে হবে বেগম খালেদা জিয়া তাকে বস্তায় ভরে ফেলে দিয়েছেন।’
আলোচনা সভায় বিএনপি-সমর্থিত পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সমন্বিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘আগামী ২০১৯ সাল পর্যন্ত এ সরকার চলতে পারবে না। ২০১৯ সালের আগেই নির্বাচন দিতে বাধ্য হবে সরকার।’
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রকাশ্য রাজপথে গ্রেপ্তার ও বুকে গুলি খেতে হবে। তাহলে জনগণের সিম্প্যাথি বিএনপির ওপর পড়বে এবং বিএনপির আন্দোলন সফল হবে।’
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে পরিবেশ তৈরি হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- মহিলা দলের সহ-সভাপতি বেগম নূরজাহান মাহবুব, সাবেক সাংসদ ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাশেদা বেগম হীরা, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি বেগম সাবিনা ইয়াসমিন, মহিলা নেত্রী ফরিদা ইয়াসমিন, বিলকিস জাহান শিরিন প্রমুখ।
মন্তব্য চালু নেই