গুপ্তহত্যাই এই মুহূর্তের সমস্যা, জাসদ নয়
জাসদ ও তার নেতৃবৃন্দ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, জাসদ নিয়ে মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক। এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা জাসদ নয়, গুপ্তহত্যা, জনগণ ও দেশের নিরাপত্তাই প্রধান সমস্যা।
তিনি বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।’
বুধবার (১৫জুন) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সৈয়দ আশরাফের বক্তব্যের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে ইনু বলেন, ‘আমি মনে করি ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোঁড়াছুড়ি করা উচিত নয়। এ মুহুর্তে গুপ্তহত্যার মধ্য দিয়ে জঙ্গিরা সাধারণ মানুষের গায়ে হাত দিয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘পঁচাত্তরের প্রতিটি ঘটনা এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে। ইতিহাস ইতিহাসের মতো বিশ্লেষণ করবে। মনে রাখবেন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগ কতটুকু ভুল করেছে, জাসদ কতটুকু ভুল করেছে তার বিচার-বিশ্লেষণ করার সময় এটা নয়। তবে এটা ইতিহাস বিচার করবে। ইতিহাসের নিরিখেই সবকিছু মূল্যায়িত হবে।’
ইনু বলেন, ‘আমরা মনে করি পাঁচাত্তরের বিয়োগান্তক ঘটনা ও পূর্বাপর সব ঘটনার গভীর বিশ্লেষণ করে আওয়ামী লীগ, জাসদ এবং শেখ হাসিনা এ ঐক্যের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি ঐক্যের সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে এনেছে। এ ঐক্য মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
১৪ দলের ঐক্য ধরে রাখা দরকার মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘যখন আমরা দেশটাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছি তখন ১৪ দলের ভিতরে কেউই কাদা ছোঁড়াছুড়ি করবেন না। আমি সব নেতাকর্মীকে আহ্বান জানাবো তারা যেন কোনো উস্কানিতে পা না দেন। বলবো- উত্তেজিত হবেন না, ধৈর্য্য রাখুন, ঐক্য রাখুন, সেটাই দেশকে নিরাপত্তা দেবে।’
মন্তব্য চালু নেই