‘গুণ্ডা’র জন্য কক্সবাজার যাচ্ছেন অমৃতা

ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা অমৃতা খান। ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষে, এবার তিনটি গানের দৃশ্যায়নে অংশ নেয়ার জন্যে কক্সবাজার যাচ্ছেন তিনি।

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ ছবিটির বেশ কিছু দৃশ্যধারণ করা হয়েছে। তাই শনিবার সকাল থেকে কক্সবাজারে ছবিটির তিনটি গানের চিত্রধারণের কাজ শুরু হবে। চলবে টানা এক সপ্তাহ। এ উপলক্ষে ছবির ইউনিট নিয়ে কক্সবাজারে পৌছেছেন পরিচালক আরিফ জাহান।

এদিকে শুটিং ইউনিটের অনেকেই কক্সবাজার পৌছে গেলেও, পৌছাতে পারেননি চিত্রনায়িকা অমৃতা খান। এ সর্ম্পকে তিনি বলেন, ‘শনিবার সকালে বিমান যোগে ঢাকা থেকে কক্সবাজার আমার পৌছানের কথা। কিন্তু শুক্রবার বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও বিমানের টিকিটের ব্যবস্থা হয়নি। তাই বিকল্প ব্যবস্থায় কক্সবাজার পৌছাতে হবে।’



মন্তব্য চালু নেই