গুটিয়ে যাচ্ছে নেতারা রাজনীতি থেকে

রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। একের পর এক মামলা ও হয়রানির কারণে। এছাড়া সরকার পতনের আন্দোলনে বারবার ব্যর্থ হওয়ায় এ হতাশা চরম আকার ধারণ করেছে। এসব নানান কারণে দল তথা রাজনীতি থেকে পিছুটান নিতে চাইছেন অনেক নেতাকর্মী।

সোমবার রাজনীতি ছেড়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মইনুল হোসেন চৌধুরী শান্ত। দুপুরে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে এ ঘোষণা দেন তিনি। গত ৫ জানুয়ারির আগে থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি।

Rajshahi-Jcd-Leader-BNP

দীর্ঘদিন ধরেই দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারছেন না অনেক নেতা। রাস্তায় আন্দোলন তো দূরের কথা এমনকি খোলাভাবে ঘুরতেও পারছেন না নেতাকর্মীরা।

এদিকে রাজশাহীর বিএনপির শীর্ষ তিন নেতা বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সদ্য বরখাস্ত হওয়া মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন তিন মাসের বেশি সময় ধরে গা ঢাকা দিয়ে আছেন।

দীর্ঘদিন এ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার করছেন দলের বেশিরভাগ নেতাকর্মী। দিনে দিনে এ হতাশা বৃদ্ধি পাচ্ছে নেতাকর্মীদের মনে। তাই তাদের অনেকেই রাজনীতি থেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শাহ মইনুল হোসেন চৌধুরী শান্ত জানান, ব্যক্তিগত কারণে তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না। এছাড়া তিনি আর ছাত্র নন। এ কারণে ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করেছেন। পরিবার থেকেও রাজনীতি ছেড়ে দিতে চাপ ছিল বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই