গুজব নয়, সুখবর নিশ্চিত করলেন সাকিব

কোনো গুজব নয়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঘরে আসছে নতুন অতিথি। মাস চারেকের মধ্যেই সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরের কোল জুড়ে আসবে জুনিয়র অলরাউন্ডার।

পারিবারিক এই সুখবরটি নিশ্চিত করেছেন সাকিব আল হাসান নিজেই। দিনক্ষণ সম্পর্কে কিছু জানাননি। শুধু বললেন, ‘হ্যাঁ, খবরটি সত্যি।’ আর অভিনন্দন জানানোর পর ফিরতি এসএমএস, ‘ধন্যবাদ’।

সিরিজ চলাকালিন সময়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলায় বিধিনিষেধ থাকে। হয়ত সিরিজ না থাকলে দেশবাসিকে সাকিব নিজেই সুখবরটি দিয়ে অনাগত শিশুর জন্যে দোয়া চাইতেন! প্রসঙ্গত, ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব।

তার আগে অবশ্য তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে। চলতি বছরের ১২.১২.১৫ তারিখে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। এর আগেই বাবা-মা হতে যাচ্ছেন সাকিব-শিশির দম্পতি।



মন্তব্য চালু নেই