গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে ৫ নায়িকাকে

বলিউডসহ ভারতের মোট ৮টি চলচ্চিত্র শিল্প রয়েছে। তার মধ্য বলিউডের পরেই রয়েছে তেলেগু ও তামিল সিনেমা। ১২৫ কোটির দেশ ভারতে চলচ্চিত্র বাজারো অনেক বড়। সেদেশের অভিনেতা-অভিনেত্রীদের সিনেমা ছাড়াও জাতীয় ইস্যু নিয়ে প্রায় সময় কথা বলতে দেখে যায়।

এই সকল অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের মাঝে রয়েছে কৌতুহল। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তারা চেষ্টা করে তাদের প্রিয় নায়ক-নায়িকা সম্পর্ক জানতে। তেমনি গতবছর গুগলে ভারতে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে ৫ নায়িকাকে। ভারতে গুগল ব্যবহারকারীরা সবচেয়ে বেশি খুঁজেছে বলিউডে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।

তালিকায় ২য় স্থানে আছে বচ্চন পরিবারের গৃহবধু ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। সবাইকে চমকে দিয়ে ৩য় অবস্থানে উঠে এসেছেন দক্ষিণে অভিনেত্রী কাজল আগারওয়াল। ৪র্থ স্থানে আছে ক্যাটরিনা কাইফ এবং ৫ম স্থানে কারিনা কাপুর।



মন্তব্য চালু নেই