গুগলে পুনম পান্ডের অ্যাপ নিষিদ্ধ

বেশ প্রচারণা চালিয়ে উদ্বোধনের একদিন পার না হতেই ইন্টারনেট সেনসেশন ও ভারতীয় আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডের অ্যাপ নিষিদ্ধ করেছে গুগল।

১৭ এপ্রিল নিজের ‘দ্য পুনম পান্ডে’ অ্যাপ উদ্বোধন করেন এ মডেল-অভিনেত্রী। কিন্তু পরদিনই জানা যায় ‘গুগল প্লে স্টোর’ থেকে অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে।

অ্যাপটি শুরুতে গুগল প্লে স্টোরে পাওয়া গেলেও মঙ্গলবার দুপুরের পর থেকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে পুনম ভক্তরা অভিযোগ করতে থাকেন, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। ফলে কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে হবে তা ভক্তদের শিখিয়ে দেন পুনম। পরে আরেক টুইটে জানান, গুগল তার অ্যাপটি নিষিদ্ধ করেছে।

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় পুনম জানিয়েছেন, গুগল তার অ্যাপটি বাতিল করলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সরাসরি তার ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলে নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে সে সময় আলোচনায় আসেন পুনম। এরপর বিভিন্ন সময়ে প্রায় নগ্ন ও খোলামেলা ছবির জন্য বিতর্কিত হয়েছেন এ বলিউডকন্যা।

এরআগে বলিউড তারকাদের মধ্যে নিজের অ্যাপ চালু করেছেন সোনম কাপুর, দিশা পাটানি, সালমান খান ও সানি লিওন।



মন্তব্য চালু নেই