গিলে খেতে আসছে অ্যানাকোন্ডা? ‘চাঁদের পাহাড় ২’- এর গল্প নায়ক দেবের মুখে
বড় বড় সব অ্যানাকোন্ডা। এতদিন এমন দৃশ্য হলিউড সিনেমাতেই প্রত্যক্ষ করেছিলেন। এখন তাঁকে নিজেকেই অ্যানাকোন্ডার মুখোমুখি হতে হচ্ছে। এছাড়াও রয়েছে অ্যামাজনের নদীর মধ্যে থাকা মাংসাশী পিরানহা মাছ। যাদের করাতের মতো দাঁত মুহূর্তের মধ্যে ফালি-ফালি করে দিতে পারে মানুষের শরীরকে। বলতে গেলে ‘চাঁদের পাহাড় ২’ -এ রয়েছে এমনই সব হাড় হিম করা ঘটনার গল্প। ছবির নায়ক, দেব নিজের মুখেই জানালেন এসব কথা। এছাড়াও রয়েছে নানান পাখি। যার মধ্যে উল্লেখযোগ্য ম্যাকাও, কাকাতুয়ারা। রঙ আর গড়নের এমন মেলবন্ধন যে হতে পারে, তা ম্যাকাও বা কাকাতুয়াদের না দেখলে বিশ্বাস করা কঠিন বলেই জানিয়েছেন দেব।
অ্যামাজনে অ্যানাকোন্ডার সঙ্গে দেব এবং ইউনিটের অন্য সদস্যরা শনিবার সল্টলেকে পাখিদের নিয়ে এক প্রদর্শনীতে এসেছিলেন দেব। সেখানেই তিনি পাখি দেখার সঙ্গে সঙ্গে ‘চাঁদের পাহাড় ২’-এর
ছবির কিছু কিছু অংশ এবং তাঁর অভিজ্ঞতার কাহিনি সকলের সঙ্গে শেয়ার করে নেন।
জানান, আগে অ্যানাকোন্ডা, পিরানহা বা কাকাতুয়া, ম্যাকাওদের নাম শুনলে ভয় পেতেন। ম্যাকাও, কাকাতুয়ারা আঁচড়ে দেয় বলে পাখিদের ধারে কাছে ঘেঁষতেন না দেব। কিন্তু, ‘চাঁদের পাহাড়’ করে এখন নাকি দেবের সেই আতঙ্ক কেটেছে। এখন তিনি ম্যাকাও, কাকাতুয়ার মতো পাখি দেখলে ভয় পান না। এমনকী, নিজের বাড়িতে পোষ্যও রেখেছেন বলে জানান দেব। প্রদর্শনীতে কাকাতুয়া এবং ম্যাকাওদেরও দুই হাতের রেখে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দেব।
চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ‘চাঁদের পাহাড় ২’-এর। এই ছবিতে প্রচুর রোমাঞ্চকর দৃশ্য আছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘চাঁদের পাহাড়’-এর নায়ক শঙ্করের এই অ্যামাজন অভিযানে শিহরণ তুলতে ‘চাঁদের পাহাড় ২’ ছবিটিতে অ্যানাকোন্ডা ছাড়া ব্ল্যাক কায়ামনস, জাগুয়ার, র্যাটেলস্নেক-এর মতো বন্যজগতের বাসিন্দাদের রাখা হয়েছে। এমনকী, ছবির বিভিন্ন জায়গায় জলের তলায় দেবের প্রচুর রোমাঞ্চকর দৃশ্য শ্যুট করা হয়েছে।
এর জন্য দেবকে সাঁতারের ভালমতন প্রশিক্ষণ নিতে হয়েছে। ছবির একটি জায়গায় মাঝ সমুদ্রে জাহাজ ডুবে যাবে। ডুবন্ত সেই জাহাজ থেকে সাঁতরে ডাঙায় আসতে হবে দেবকে। এই দৃশ্যের জন্য দেব নিজেও খুব উত্তেজিত। জানিয়েছেন, এমন দৃশ্য ছাড়াও, তাঁকে কুমির, ব্ল্যাক প্যান্থার ও পিরানহাদের সঙ্গেও লড়াই করতে হয়ে ‘চাঁদের পাহাড় ২’-এর অ্যামাজন অভিযানে।
মন্তব্য চালু নেই