‘গাড়ি চালালে নারীরা শয়তানের খপ্পরে পড়ে’
নারীদের গাড়ি চালানোর ওপর বিরাজমান নিষেধাজ্ঞাকে সমর্থন করে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখ বলেছেন, গাড়ি চালালে নারীরা শয়তানের খপ্পরে পড়ে। আল মজিদ স্যাটেলাইট চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
গ্র্যান্ড মুফতি বলেন, ‘নারীদের গাড়ি চালানো বিপজ্জনক ব্যাপার; কারণ গাড়ি চালালে তারা শয়তানের খপ্পরে পড়ে। এ ছাড়া নারী গাড়ি চালকদের দুর্বল আত্মার মানুষেরা অনিষ্ট করতে পারে।’
গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখ বরাবরই নারীদের গাড়ি চালানোর বিরোধিতা করে আসছেন। তার দাবি, এর ফলে নারীরা অনেক বিপদের মুখে পড়তে পারে।
তিনি বলেন, ‘নারীদের গাড়ি চালানো মানে বন্যার বাঁধ (সমস্যার) খুলে দেওয়া, যা আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। এটা না খোলাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। কারণ এর ফলে নারীরা গুরুতর বিপদের মুখে পড়তে পারে, বিশেষ করে যাদের উদ্দেশ্যটা ভয়ংকর। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া মানে হচ্ছে, তাদের বাসা থেকে একাকী বের হওয়ার অনুমতি দেওয়া। তারা কোথায় যাতায়াত করেন, সে খোঁজখবর পরিবারের সদস্যরা আর রাখতে পারবেন না, যা অনেক শয়তানি কাজের দিকে ধাবিত করবে।’
প্রসঙ্গত, বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, সেখানে নারীর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
মন্তব্য চালু নেই