গাড়ির কাগজ জব্দে পুলিশকে বদলির হুমকি নারী এমপির
কৃষক লীগের কেন্দ্রীয় নেতার গাড়ির কাগজপত্র জব্দ করার ঘটনায় রাজধানীর শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তাকে মফস্বলে বদলির হুমকি দিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি। পরে অবশ্য গাড়ি চাপায় আহত এক রিকশাচালককে ১ হাজার টাকা জরিমানা দিয়ে পার পেলেন সাংসদ স্মৃতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজার (ঢাকা মেট্রো চ-১৩-৩৪০৯) গাড়িটি সুপ্রিম কোর্ট মাজারের সামনে পার্কিং করার সময় এক রিকশাচালককে চাপা দেয়। এতে ওই রিকশাচালক গুরুতর আহত হন। খবর পেয়ে সেখানে দায়িত্বরত শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিদ্দিকুর রহমান আহত রিকশাচালককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে ওই পুলিশ কর্মকর্তা গাড়ির কাগজপত্র জব্দ করেন এবং মামলা দিতে চান। এ নিয়ে কৃষকলীগ নেতা শামসুল হক পুলিশ কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কৃষকলীগ নেতা ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ উম্মে কুলসুম স্মৃতিকে।
স্মৃতি ঘটনাস্থলে এসে চড়াও হন ওই পুলিশ কর্মকর্তার ওপর। তিনি এএসআই ছিদ্দিকুর রহমানকে মফস্বলে বদলি করে দেবেন বলে হুমকি দেন। এক পর্যায়ে পুলিশ সদস্যের সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবেলা করতে বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে আসেন পুলিশের শাহবাগ জোনের এসি এসএম আজাদ।
এ সময় সাংসদ স্মৃতি এসি আজাদকে বলেন, ‘আমি মামলার কাজে কোর্টে আসি। আমার ল’ ইয়ার কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হকের গাড়ির কাগজপত্র নিয়ে যায় পুলিশ। কাগজপত্র ফেরত চেয়েছি আমি।’
পরে এসি আজাদ সুপ্রিম কোর্টে অবস্থিত পুলিশের সাব কন্ট্রোল রুমে বিষয়টি নিষ্পত্তির জন্য বসেন। আহত রিকশাচালককে চিকিৎসার খরচ বাবদ ১ হাজার টাকা দিয়ে গাড়ির কাগজপত্র ফেরত পান।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রিকশাচালককে অন্যায়ভাবে আহত করা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। পরে পুলিশ এসে আহতকে ঢাকা মেডিকেলে পাঠায়। কিন্তু মহিলা এমপি এসে পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। পুলিশ কর্মকর্তা সিদ্দিককে তিনি বলেন, আমি ক্ষমতাসীন দলের এমপি, কাগজ ফেরদ দাও, নাইলে তোমাকে মফস্বলে পাঠিয়ে দেবো।’
এ বিষয়ে জানতে চাইলে কৃষক লীগ নেতা খোন্দকার শামসুল হক বলেন, ‘বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে, জরিমানার টাকা নয়, আহত রিকশাচালকের চিকিৎসা বাবদ ১ হাজার টাকা খরচ দেয়া হয়েছে আরো খরচের ব্যবস্থা করা হবে।’
এ ব্যাপারে এএসআই ছিদ্দুকুর রহমান অভিযোগ করে বলেন, ‘গাড়ির কাগজপত্র ফেরত না দেয়ায় এমপি উম্মে কুলসুম স্মৃতি আমার সঙ্গে খারাপ আচরণ করেন এবং বলেন, তোমাকে মফস্বলে বদলি করে দিবো।’
উল্লেখ্য, উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা পলাশবাড়ি এলাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।
মন্তব্য চালু নেই