গাড়িতে বস্তা ভর্তি ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অনন্যা আবাসিক এলাকায় একটি গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, আরাফাত (৩৬) ও সিরাজ (৩২)। আরাফাতের বাড়ি সাতকানিয়া ও সিরাজের বাড়ি কক্সবাজার জেলার উখিয়ায় বলে জানাগেছে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের অনন্যা আবাসিক এলাকায় একটি র্যাভ ফোর গাড়ি (চট্টমেট্টো গ ১১-১২৮৫) তল্লাশি করে বস্তা ভর্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ প্রায় তিন লাখ পিস বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে থানায় ইয়াবা গুলো গণনা চলছে। গণনা শেষে এর সঠিক পরিমাণ জানানো হবে।
উদ্ধার হওয়া ইয়াবা গুলো আনোয়ারা উপজেলার পারকি এলাকা থেকে হাটহাজারীতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে।
মন্তব্য চালু নেই