‘গান বানাই কানের জন্য, চোখের জন্য না’
ব্রিটিশ গায়িকা অ্যাডেল শুধু তার দেশেই নয় আমেরিকা থেকে অস্ট্রেলিয়ায় জয়জয়কার। সর্বত্র অ্যাডেলের গান মানেই হাততালি, বাহবা, প্রশংসা। ছয় বার গ্র্যামি আওয়ার্ড জেতা সেই অ্যাডেলের শরীর একটু বেশই ভারি।
মাঝেমাঝে অ্যাডেলকে তার ভারি চেহেরার জন্য খোঁচা শুনতে হয়। অ্যাডেল মুখ বুঝে সব সহ্য করেন। একবার অ্যাডেলকে প্রশ্ন করা হয় আপনি তো বেশ মোটা। আপনি কি মেদ ঝরানোর কথা ভাবছেন?
অ্যাডেলের জবাব, শুনুন মিস্টার, আমি চোখের জন্য গান বানাই না। আমি গান বানাই কানের জন্য। প্রশ্নকর্তা এমন উত্তর পেয়ে একেবারে হতবাক। আসলে অ্যাডেল এমনই। সুরের জাদু তো আছে, সঙ্গে কথাটাও দারুণ বলেন।
অ্যাডেল বলেন, আমাকে বারবার প্রশ্ন করা হয়, প্লেবয় ম্যাগাজিনের জন্য নগ্ন হবো কিনা। প্রশ্নটি এতবার করা হয়েছে, যে আমি বিরক্ত হয়ে গেছি।
তিনি আরো বলেন, আমি মোটা বলেই কি বারবার আমাকে এই প্রশ্ন করা হয়? প্রশ্ন হলো, যদি আমি আমার দেহের মেদ ঝরিয়ে ফেলতাম, তাহলে কি নগ্ন হতাম? অবশ্যই না। আমার দেহ শুধু আমার জন্যই।
মন্তব্য চালু নেই