গান গেয়ে মঞ্চ মাতালেন ক্রিকেটার রুবেল (ভিডিও)

বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে গোটা ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছিলেন রুবেল হোসেন। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকে পরাস্ত করায় তাকে ‘খুনে মেজাজের বোলার’ আখ্যা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্রায়ান লারা। দেখতে অবশ্য তেমন মনে নাও হতে পারে অনেকের কাছে। তবে সত্যিকারের রুবেল কিন্তু অনেক প্রতিভাবান। গানের জগতেও আছে দক্ষ শৈলী। এবার সেটারও প্রমাণ পাওয়া গেল। গান গেয়ে মঞ্চ মাতালেন ক্রিকেটার রুবেল।

সাদা পাঞ্জাবি আর জিন্স প্যান্ট পড়ে মঞ্চে হাজির হন রুবেল। তার সঙ্গে ছিলেন আরো দুজন তারকা ক্রিকেটার, নাসির হোসেন ও শফিউল ইসলাম। নাসিরও অবশ্য এ দিন গান গেয়েছেন। তবে রুবেলের দিকেই হয়তো নজর ছিল সবার। কী গান শোনাবেন বাংলাদেশের এই পেসার? সবাইকে অবাক করে গানের জগতে নিজের পারঙ্গমতা তুলে ধরলেন রুবেল। গাইলেন আইয়ুব বাচ্চুর একটি জনপ্রিয় গান, ‘এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন…..।’

গান গাওয়া শেষ হলে রুবেলের প্রশংসায় মেতে ওঠেন উপস্থাপিকা। বাংলাদেশের তারকা এই পেসারের গানে মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘দ্যাট ওয়াজ সো গুড। ক্রিকেটের মাঝে অনেক নামি-দামি ক্রিকেটারকে আপনি বোল্ড করেছেন। আজ আমি বোল্ড হয়ে গেলাম। আমি নিশ্চিত যে এখানে সিক্স ব্যান্ডের যারা আছেন তারা এ বিষয়ে আমার সাথে একমত হবেন।’

এরপর রুবেলের বন্দনা করে ‘এখন অনেক রাত’ গানের কুশীলব আইয়ুব বাচ্চু বলেন, ‘রুবেল হোসেন বাংলাদেশের একজন চৌকস ক্রিকেটার। বাংলাদেশের গর্ব, অহংকার। অনেক ভালো বোলার, নামকরা একজন ক্রিকেটার। আমি অবাক হয়েছি যে ‘এখন অনেক রাত’ গানটি সে খুব সুন্দরভাবে গাইছে। পরবর্তীতে ক্রিকেট স্টেডিয়ামে যদি ক্রিকেটারদের জন্য কনসার্ট করি, তাহলে আমি চাইব রুবেল হোসেনও আমার সঙ্গে মঞ্চে এসে গানটা গাইবে।’

Rubel

12Rubel-Hossain-l

এবার রুবেলের মঞ্চ মাতানো গানটি ভিডিওতে শোনা যাক :



মন্তব্য চালু নেই