গান গাওয়া অবস্থায় মঞ্চ উল্টে পড়ে গেলেন জনপ্রিয় গায়িকা
বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কনসার্টে হাজির হয়েছিলেন এ গায়িকা। কিন্তু কনসার্টে গান পরিবেশন করতে গিয়ে মঞ্চে উল্টে পড়েন তিনি।
কনসার্টে গান গাইতে গাইতে পেছনের দিকে যাচ্ছিলেন সুনিধি। এ সময় মঞ্চে থাকা স্পিকারের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যান তিনি।
৩২ বছর বয়সি এ গায়িকা মঞ্চে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত শ্রোতারা বেশ চিন্তিত হয়ে পড়েন। কিন্তু সবকিছু সামলে নিয়ে খুব দ্রুত উঠে পড়ে সুনিধি এবং গান গাওয়া শুরু করেন।
গায়িকা থেকে নায়িকা হিসেবে নাম লেখাতে চলেছেন সুনিধি চৌহান। খুব শিগগিরই ফ্যান্টাসি-থ্রিলার ঘরানার ‘প্লেয়িং প্রিয়া’ শিরেনামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় দেখা যাবে তাকে।
মন্তব্য চালু নেই