গান গাইলেন রোনালদো (ভিডিও)

শনিবার রাতে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ওই ম্যাচে একতরফা আধিপত্য বিস্তার করে খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো।

মর্যাদার লড়াইয়ে রিয়াল হেরে যায় ৪-০ গোলে। পুরো সময় মাঠে থেকেও কোনো গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাই ম্যাচ শেষে হতাশা ঝরেছিল রিয়াল প্রাণভোমরার কণ্ঠে। জানিয়েছিলেন, ক্যারিয়ারের সবচেয়ে বাজে ম্যাচ নাকি ছিল মাদ্রিদ ডার্বি।

পেছনে তাকালে হতাশা হাতছানি দিয়ে ডাকে! তাই রোনালদো বোধ হয় পেছনে তাকাতে চান না। দুঃখকে জয় করতে বেছে নিলেন পার্টি। গত বৃহস্পতিবার তার ৩০তম জন্মদিন ছিল। কিন্তু ওই দিন কোনো আয়োজন ছিল না রোনালদোর!

তাই জন্মদিনের উৎসবটা কাজে লাগালেন দুঃখ ভোলার পাথেয় হিসেবে। রোববার জন্মদিনের পার্টিতে কলম্বিয়ান গায়ক কেভিন রোল্ডানকে নিমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। রোল্ডানের সঙ্গে গান গাইলেন রোনালদো নিজেও।

শুধু ম্যাচ-হারার দুঃখই না, দীর্ঘদিনের পার্টনার ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদ হওয়ার দুঃখও যে যোগ হলো রোনালদোর জীবনে। আর গান গেয়েই যদি সেই দুঃখ ভুলে থাকতে পারেন বিশ্বসেরা ফুটবলার। তাও তো ভালো!

এবার শুনে নেওয়া যাক রোনালদোর সেই গান :

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=6UXE4PF3OYg



মন্তব্য চালু নেই