গান গাইতে ঢাকায় আসছেন অরিজিৎ সিং
আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এরপর সন্ধ্যা ৭টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফ্রেশ প্রেজেন্টস ‘অরিজিৎ সিং উইথ সিম্ফনি কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ।
কনসার্টে থাকবে ভায়োলিন, সেতারাসহ বাদ্যযন্ত্রের পরিবেশনা। এতে ভারতের ৭০ জন শিল্পী অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে গান করবেন সংগীতশিল্পী মাহাদী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেশের জনপ্রিয় দুই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন।
এ প্রসঙ্গে আমব্রিন বলেন, ‘উপস্থাপনা তো নিয়মিত করছি তবে বড় আয়োজনের কনসার্টে উপস্থাপনা করার মজা ভিন্ন। আশা করছি, আগামীকাল অরিজিৎ সিংয়ের কনসার্ট দারুণ জমবে।’
এদিকে অনুষ্ঠানের টিকেট পাওয়া যাচ্ছে স্বপ্ন, সিম্ফোনি ব্র্যান্ড আউটলেট, আম্বার লাইফ স্টাইল ও সহজ ডটকম-এ। টিকেটের মূল্য ১০ হাজার, পাঁচ হাজার ও ১২০০ টাকা। এমন খবর জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ি কর্তৃপক্ষ। কনসার্টের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সেজান ম্যাংগো ড্রিংকস, সুপার ডুপার বিস্কুট ও ইয়েলো।
মন্তব্য চালু নেই