গানে গানে শুরু হচ্ছে শাকিব-অপুর ‘সম্রাট’
১ লা জুন থেকে বিএফডিসিতে শুরু হতে যাচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবির শুটিং। নিলয় হিরো নিবেদিত ছবিটির গল্প গড়ে ওঠেছে অপরাধ জগতের কাহিনী নিয়ে। এ দিন বিএফডিসির ৩নং ফ্লোরে টাইটেল গানের দৃশ্যায়নের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হচ্ছে।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করা শাকিব খান সিঙ্গাপুর থেকে ফিরে সরাসরি শুটিংয়ে অংশ নেবেন। তার সাথে শুটিংয়ে অংশ নেবেন অপু বিশ্বাস।
শাকিব-অপু ছাড়া ছবিতে আরও অভিনয় করবেন ইন্দ্রনীল, মিশা সওদাগর, সুব্রত, শিমুল খান, কাবিলা, ডিজে সোহেল প্রমুখ।
ছবির বিভিন্ন বিভাগে আছেন- চিত্রগ্রহণে চন্দন রায় চৌধুরী, শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ, সেট নির্মাণে ফরিদ, মেকআপে মনির হোসেন ও সবুজ, অ্যাকশন দৃশ্য পরিচালনায় এডওয়ার্ড গোমেজ ও নৃত্য পরিচালনায় মাসুম বাবুল, শিবরাম শর্মা ও তানজিল ।
গানের কথা লিখেছেন জাহিদ হাসান অভি, ঋদ্ধি ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সুর ও সঙ্গীতায়োজন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কৌশিক হোসেন তাপস, আরফিন রুমি, ইমরান এবং কলকাতার ডাব্বু ঘোষ ও স্যাভি। গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, কোনাল, সাদাব হাশমী, ইমরান।
প্রযোজনা ও পরিবেশনায় টাইগার মিডিয়া লিঃ। সহ-প্রযোজক হিসেবে আছে অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালা। মিউজিক পার্টনার টাইগার মিডিয়া।
মন্তব্য চালু নেই