গাধায় টানে ল্যান্ড ক্রুজার!
এতদিন ধরে মানুষ গরুর গাড়ি-ঘোড়ার গাড়ি এমনকি কোনো কোনো স্থানে গাধায় টানা গাড়িও দেখেছে। তাই বলে গাধাকে ল্যান্ড ক্রুজার টানতে দেখেছে কে কবে! সম্প্রতি ভারতের সুরাট শহরে এমনই এক অভিনব কাণ্ড দেখা গেছে।
সেখানে চার গাধা মিলে এক কোটি দামের সদ্য কেনা একটি টয়োটা ল্যান্ড ক্রুজার-২০০ গাড়িকে টানছিল। এ ঘটনার নায়ক হচ্ছেন ব্যবসায়ী তুশার গিলানি। এক গাড়ি ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি গাধা দিয়ে টয়োটা টানিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
দিন কয়েক আগেই এক কোটি রুপিতে গাড়িটি কিনেছিলেন গিলানি। কয়েক দিন না যেতেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। কোনোভাবেই আর চালু করা যায়নি। তিনি বিক্রেতার কাছে ছুটে যান। তারা তাকে জানায়, তাদের কিছু করার নেই, কেননা এই জাপানি গাড়ির পার্টস ভারতে পাওয়া যায় না।
এ কথা শুনে অনুতাপে মাথার চুল ছিড়তে থাকেন গিলানি। এর চেয়ে দেশি টাটা গাড়ি কিনলেও ভালো ছিল। অন্তত যন্ত্রপাতি তো বদলানো যেত। শেষে রেগে মেগে ল্যান্ডক্রুজারের সামনে জুড়ে দেন চার গাধা। এতে যদি কিছুটা শিক্ষা হয় প্রতারক গাড়ি ব্যবসায়ীদের।
মন্তব্য চালু নেই