গাড়ির কালো কাঁচ তুলে ‘যৌনতায়’ মগ্ন যুগল, তারপর…
গাড়ির কালো কাঁচ তুলে রাস্তার পাশে পার্কিং করে ‘শারীরিক’ সম্পর্কের অভিযোগ উঠল এক তরুণ-তরুণী বিরুদ্ধে৷ রাস্তার ধারে মুহূর্তে মুহূর্তে গাড়ির দুলুনি দেখেই সন্দেহ হয় স্থানীয় যুবক প্রসেনজিৎ পালের৷ গাড়ির ভিতরে প্রকাশ্যে ‘যৌনতার’ প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে যায় প্রসেনজিৎ৷
সন্দেহটাই সত্যি হয়, গাড়ির ভেতর তখনও ‘যৌনতায়’ মগ্ন এক যুগল। তীব্র ভাষায় প্রতিবাদ জানায় সে। কিন্তু, প্রতিবাদ জানাতে গিয়ে গাড়ির ভেতর থাকা একদল যুবকের নেমে এসে তার উপর বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ গুরুতর আহত অবস্থায় প্রসেনজিতকে হাসপাতালে ভরতি করা হয়৷
রবিবার গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায়। মারের চটে প্রসেনজিতের চিৎকার শুনে এলাকার মানুষ বেরিয়ে এলে ছুটে পালায় আক্রমণকারীরা। তড়িঘড়ি প্রসেনজিতকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি হাসপাতালে। তবে, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিবরণ জানা গিয়েছে, ফ্ল্যাটের ব্যালকনি থেকে প্রসেনজিৎ দেখতে পান, সামনেই পার্ক করা গাড়িটা দুলছে। মনে সন্দেহ জাগে তাঁর। নিচে গিয়ে ব্যাপারটা দেখতে যান ওই যুবক৷ দেখেন কালো কাঁচের ঘেরাটোপে ওই গাড়ির ভিতরে তখনও ‘যৌনতায়’ মত্ত এক যুবক ও যুবতী। ঘটনার প্রতিবাদ জানালে এলাকা ছেড়ে গাড়ি নিয়ে চলে যায় তারা। এই পর্যন্ত ঠিকই ছিল।
কিন্তু, কিছুক্ষণ পরেই যুবতিকে রেখে ফের ওই গাড়িটি নিয়ে আসে অভিযুক্ত যুবক ও তার বেশ কয়েকজন সঙ্গি৷ স্থানীয় এক যুবককে দিয়ে প্রসেনজিতকে ডেকে আনে তারা৷ এরপরেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ মারধরের পর প্রসনজিতের চিৎকারে আশেপাশের বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। খবর যায় পুলিশেও। ততক্ষণে অবশ্য গাড়ি ফেলে রেখেই কেটে পড়েছে অভিযুক্ত ওই দলটি। এরপর বাসিন্দাদের চাপে গাড়িটিকে ক্রেন দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
গাড়ির ভিতর থেকে বিদেশি বিয়ারের বোতল উদ্ধার হয়। গাড়িটি মালিকের সন্ধান জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়িটি সিকিমের। খোঁজ চালানো হচ্ছে যুবক যুবতী এবং তাদের সঙ্গীদেরও। যাকে দিয়ে প্রসেনজিতকে ডাকা হয়েছিল, তার খোঁজও শুরু করেছে পুলিশ৷
বাসিন্দাদের অভিযোগ, বাঘাযতীন পার্কে সন্ধ্যা হলেই ‘রোমিও জুলিয়েট’রা ভিড় জমান। প্রকাশ্যেই অশালীনতা চলে বলে৷ কখনও প্রকাশ্যে মদ খাওয়া প্রকাশ্যে চুম্বন কিছুই বাদ যায় না এখানে। তাঁদের অভিযোগ, এবার নবতম সংযোজন গাড়ির ভিতরেই ‘যৌনতা’।
মন্তব্য চালু নেই