গাজীপুরে মন্ত্রীর সম্মেলনে ছাত্রলীগের ভাংচুর

গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক।

এ ঘটনায় সম্মেলনের দ্বিতীয় পর্ব কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

শনিবার বিকালে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায়, সকাল ১০টার দিকে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। বিকাল ৩টার দিকে সম্মেলনের প্রথম পর্ব শেষে খাবারের বিরতি দেয়া হয়।

বিকাল ৪টার দিকে দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর কথা। এর জন্য মঞ্চের প্রস্তুতি পর্ব চলছিল। মঞ্চে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীদের মঞ্চ খালি করার কথা বলা হলে তারা মঞ্চত্যাগ করে।

এর কিছু সময় পর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সম্মেলন স্থলে ঢুকে চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, ব্যানার, ফেষ্টুন ব্যাপক ভাংচুর করে।

খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে আসেন।

এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুন নেছা মান্নান জানান, দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করার কথা ছিল। এ কমিটি ঘোষণা বানচাল করতে এ ঘটনা ঘটানো হতে পারে।

এখন গাজীপুর মহানগর আওয়ামী মহিলা লীগের কোন কমিটি নেই। ঢাকায় ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, সম্মেলনে হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।



মন্তব্য চালু নেই