গাজীপুরে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার
গাজীপুরের পিরুজালীতে ব্রিজের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাল সেলোয়ার-কামিজ পরা আনুমানিক ২৫ বছর বয়সি এই নারীর পরিচয় পাওয়া যায়নি। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, পিরুজালী এলাকার হাটখোলা ব্রিজের নিচে এক নারীর বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ওই স্থানে ফেলে গেছে।
মন্তব্য চালু নেই