গাছে চড়ে বেজির সাপ শিকার!
নামিবিয়ার সংরক্ষিত বনাঞ্চল ইটোসা ন্যাশনাল পার্কে প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ রয়েছে। সাপের ভয়ে ওই এলাকা এড়িয়ে চলেন জনসাধারণ। তবে আপাত দৃষ্টিতে নিরীহ দেখতে বেজির হাত থেকে বাচঁতে পারলো না বিশালকার এক বিষধর একটি সাপ।গাছে চড়ে সাপের সঙ্গে যুদ্ধ করে অবশেষে সাপের মাথাটি কামড়ে ধরে বেজিটি। এতেই প্রাণ যায় সাপের।
গাছের ডালে সাপ-বেজির লড়াইয়ের অভূতপূর্ব দৃশ্যগুলো ফ্রেমবন্দী করেছেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার ইলানা ইরাসমোস।নামিবিয়ার সংরক্ষিত বনাঞ্চল ইটোসা ন্যাশনাল পার্কে গাছে চড়ে সাপ শিকারের প্রস্তুতি নিচ্ছে বেজি।
ইলানা ইরাসমোস বলেন, ‘সকালবেলার ফটোসেশন শেষ করে ফেরার সময় গাছের ডালে সাপ-বেজির লড়াইয়ের দৃশ্য চোখে পড়ে। সঙ্গে সঙ্গে ক্যামেরা বের করে ছবি তুলতে থাকি। বেজি শুধু সাপের মাথার দিকে যেতে চাচ্ছিলো। সাপও ফণা তুলে বেজিকে ছোবল মারতে প্রস্তুত। বেজি কয়েকবার গাছ থেকে পড়ে যায়। তবে তাতে দমেনি বেজিটি। সাপ শিকার করতে আবার গাছে ওঠে। শেষ পর্যন্ত বেজিটি সাপের মাথায় আঘাত করতে সক্ষম হয় ও সাপকে হত্যা করে।
মন্তব্য চালু নেই