গাছের সঙ্গে যেভাবে তরুণীর শারীরিক সম্পর্ক (ভিডিও)
টিন নামক কারো প্রেমে মজেছেন এমা ম্যাককেইব নামক এক তরুণী। তবে পাত্র হিসেবে আর পাঁচ জনের মতো টিন নন। ত্রিশের তরুণীর জীবনে টিন-ই প্রথম প্রেম নয়। এর আগেও প্রেমে পড়েছেন। একবার নয়। কয়েক বার। তাঁর যে বয়ফ্রেন্ড ছিল, সে কথা গোপনও করেননি। কিন্তু, কোনও না কোনও কারণে আগের একটা সম্পর্কও তাঁর টেকেনি। ভেঙেছে। ঠকেছেন।
যে টিনকে নিয়ে এতক্ষণ এত চর্চা, সে আসলে একটি গাছ। গাছের সঙ্গে বিয়ে, নতুন নয়। তরুণীর স্বীকারোক্তি, ‘আমি সত্যি টিনকে ভালোবাসি। টিনকে নিয়ে আমার অনুভূতিতে এতটুকু খাদ নেই। আমি ওকে বিয়েও করতে চাই।’
গাছকে বিয়ে করে কি সুখী দাম্পত্য সম্ভব? একটা সুস্থ শারীরিক সম্পর্ক? এমার দাবি, সম্ভব। গাছের সঙ্গে গোপন কর্মও করেছেন তিনি। এমার কথায়, ‘আমার মানসিক চাহিদা শুধু নয়, শারীরিক চাহিদাও পূরণ করে টিন। আমরা প্রতি সপ্তাহে সেক্স করি বলেও জানান তিনি।
গাছের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিওটি:
https://youtu.be/4S_N18RQmh8
মন্তব্য চালু নেই