গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত চার

শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ দিনাজপুরের পল্লী বিদ্যুৎ মোড়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়ে এক মহিলা ও এক শিশুসহ ৪ জন নিহত হয়েছে।

আহত হয়েছে আরও কমপক্ষে ১২ জন যাত্রী। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে, আজ বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউপি’র দিনাজপুর-দশ মাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায়। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানিয়েছেন, দিনাজপুর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থালে দু’যাত্রী নিহত হয়েছে।

১৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে এক মহিলা ও এক শিশু মারা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদেও পরিচয় পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই