গাছের ডালে বাঘ-বানরের মজার খেলা!
কথায় আছে- বেকায়দায় না পড়লে সচরাচর গাছে ওঠে না বাঘ। শিকার ধরতেই এ কি কাণ্ড ঘটালো বাঘ! সত্যিই মজার ঘটনা।
ক্ষিদে যদি চরমে ওঠে তবে তার যে কী। মারাত্মক উপায় হতে পারে। সম্প্রতি সেই নিদর্শন মিলল ফেসবুকে।
করবেট ওয়াইল্ড-ভেঞ্চার্স, ফেসবুকের এই পেজে এই প্রকৃতি প্রেমিক একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে শিকার ধরার জন্য বাঘের কাণ্ড দেখলে অবাক হবেন।
সাধারণত গাছে উঠতে খুব একটা সিদ্ধহস্ত নয় বাঘ। খুব বেকায়দায় না পড়লে গাছে ওঠে না বাঘ। কিন্তু এই ভিডিওতে শিকার ধরতে লম্বা গাছের মাথায় চড়ে বসেছে বাঘ।
প্রচণ্ড ক্ষিদেয় ছটফট করছে বাঘ আর তখনি চোখে পড়ল সামনের গাছে একটি বানর। ওমনি বানরের পেছনে ধাওয়া করে সটান উঠে পড়ে গাছের মাথায়।
এরপর কী হলো? প্রাণ বাঁচল বানরের নাকি যেতে হলো বাঘের পেটে? না, শেষ পর্যন্ত বানরকে আহারে পরিণত করতে পারলো না বাঘ।
মন্তব্য চালু নেই