গাইবান্ধায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৭

গাইবান্ধায় নাশকতা মামলাসহ পুলিশি অভিযানে জমায়াত-শিবিরের দুই কর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে ।

গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ।

গাইবান্ধা জেলার পুলিশ কট্রোল রুমের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলার পলাশবাড়ী থানায় নাশকতার মামলায় জামায়াত-শিবিরের দুই কর্মী এবং গাইবান্ধা সদরসহ, সাদুল্যাপুর, সাঘাটা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, ফুলছড়ি থানায় গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতার দুই জন, এবং অন্য মামলার ১৫ আসামীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরওজানান, পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে

আজ দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।



মন্তব্য চালু নেই