গাইবান্ধায় গুলিবিদ্ধ অবস্থায় ছিনতাকারী গ্রেফতার
গাইবান্ধা জলোর সাঘাটা উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের মুল হোতা মতিয়ার রহমানকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে সাঘাটা ও পলাশবাড়ী থানা পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার জুমারবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের পর ভোর ৫টার দিকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মতিয়ার রহমান সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের জুমারবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সাঘাটা ও পলাশবাড়ী থানা পুলিশের একটি দল জুমারবাড়ি বাজার এলাকায় অভিযান চালায়।
পরে মতিয়ার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তার পায়ে গুলি করে। সে মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাকে গ্রেফতার করে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মতিয়ার রহমানের বিরুদ্ধে সাঘাটা, পলাশবাড়ী ও সদর থানায় একাধিক মোটরসাইকেল ছিনতাইকের মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই