গহ্বার খানকে চড় মারার জন্য অভিযুক্ত ব্যক্তিকে টাকা দিয়েছিলেন মডেল-অভিনেত্রী?
রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টারে’র শ্যুটিং সেটে মডেল ও অভিনেত্রী গ্বহার খানকে আচমকা এক দর্শক চড় মেরে চলে আসেন খবরের শিরোনামে। ঘটনাটি ঘটে গুরগাঁওয়ের ফিল্ম সিটিতে। এই ঘটনার পরই গহ্বার একজন ব্যক্তির নিজস্ব মতামত প্রকাশ প্রসঙ্গে জোড় সওয়ালও করেন। কিন্তু সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তাঁকে নাকি মডেল-অভিনেত্রীই টাকা দিয়েছিলেন প্রকাশ্যে চড় মারার জন্যে। পুরোটাই হচ্ছে পাবলিসিটি স্টান্ট, দাবি সেই অভিযুক্ত ব্যক্তির।
পয়লা ডিসেম্বর,২০১৪, গুরগাঁওয়ে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টারে’র শ্যুটিং চলাকালীন ২৪বছরের মহম্মদ আকিল মল্লিক গহ্বরকে চড় মারেন এবং বলেন, একজন মুসলিম নারী হয়ে তাঁর অত ছোট পোশাক পরা উচিত্ হয়নি। অভিযুক্ত আকিল, পেশায় একজন জুনিয়র আর্টিস্ট, দাবি করেছেন, গত ২৮নভেম্বর তাঁর সঙ্গে গহ্বরের প্রথম কথা হয়। তখন অভিনেত্রী নাকি তাঁকে বলেছিলেন, তিনি যদি প্রকাশ্যে তাঁকে চড় মারেন, তাহলে সলমন খানের পরবর্তী ছবি ‘দাবাং থ্রি’-তে তাঁকে অভিনয়ের সুযোগ করে দেবেন মডেল। সম্প্রতি এই বিতর্কিত মন্তব্য করেছেন অভিযুক্ত মহম্মদ আকিল মল্লিক। তাঁর দাবি, পুরো ঘটনাটাই পরিকল্পনামাফিক ঘটানো হয়েছিল। তবে গহ্বার শেষপর্যন্ত তাঁর কথা রাখেননি, তাই এই পরিকল্পনার কথা তিনি প্রকাশ করে দিলেন, দাবি আকিলের।
মন্তব্য চালু নেই