গলিতে সৌম্যকে ব্যাটিং করতে দেখে তরুণীরা যা করলো…

এর আগে গলিতে বোলিং করছিলেন মুস্তাফিজুর রহমান। নিজ বাসার কাছে মহল্লাহর ছেলেদের সাথে খেলেন তিনি। সে সময় মান সন্মান বাঁচেনি মুস্তাফিজের।

যে মুস্তাফিজের বোলিংয়ে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বড় বড় ব্যাটসম্যানরা মাথা নিচু করে প্যাবিলিয়নে ফিরেছেন। আর সেই মুস্তাফিজ বোলিং মহল্লার ছেলেদের কাছে খেয়েছে ধোলাই।

মুস্তাফিজ ক্রিকেট প্রাকটিস করতেই গিয়েছেন সেদিন। কিন্তু এবার গলিতে সৌম্য সরকারের যাওয়াটা হয় রবির বিজ্ঞাপনে অংশ নেয়ার জন্য।

সৌম্যর ব্যাটে ছিল মারমার কাটকাট তাণ্ডব। কিন্তু এর পরেও ফিল্ডারের চোখে ফাঁকি দিতে পারছিল না বল। আশে পাশের বাড়ির বারান্দাগুলোতে তখন ভিড় জমায় তরুণীরা।

হাসাহাসি ও হাততালির চিত্রটা ছিল লক্ষ্যনীয়। খানিকটা বিব্রতই হয়ে যান সৌম্য। পরে একটি পেরিস্কোপ শর্ট খেলে ঠিকই দেয়াল বাউন্ডারি পার করেন সৌম্য সরকার। তখন আবার অন্যরকম করতালিতে ভূষিত হন সৌম্য সরকার।



মন্তব্য চালু নেই