গলায় ফাঁস দিয়ে মরল পল্লীডাক্তার

জামালপুর জেলার মেলান্দহে সোহাগ (৩৬) নামে এক পল্লীডাক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

সোহাগ মেলান্দহ উপজেলার মুন্সিনাংলা গ্রামের হবিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে গতরাতে নিজ বাড়ীর নিকটবর্তী একটি জঙ্গলে গাছের সাথে গলায় দড়ি বেধে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। রবিবার ভোরে তাকে জানাজা শেষে দাফন করা হয়।

এ প্রসঙ্গে মেলান্দহ থানার ওসি নাছিমুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।



মন্তব্য চালু নেই