গলাচিপায় লঞ্চডুবি, ৭টি লাশ উদ্ধার

গলাচিপা উপজেলায় গলাচিপা নদীতে এমভি শাথিল-১ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।

শনিবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার কলাগাছিয়া লঞ্চ ঘাট থেকে এক কিলোমিটার দক্ষিণে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশে এমভি শাথিল-১ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যায়।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল বলেন, লঞ্চডুবির পর স্থানীয় লোকজন ট্রলার ও নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন। এছাড়া উদ্ধারকারী জাহাজ এমভি হামজা বরিশাল থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, ‘ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।’

এদিকে নৌ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা মঞ্জুর আলম জানান, সকাল নয়টার দিকে রাঙ্গামাটি থেকে লঞ্চটি রওনা দিয়ে গলাচিপায় আসে। সেখান থেকে মাছ ভর্তি করে ট্রলারটি পুনরায় রাঙ্গামাটির উদ্যেশে রওনা দেয়। পথে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি।

 



মন্তব্য চালু নেই