পদের আশ্বাসে সমঝোতা

গলাগলি করে মসজিদ থেকে বের হলেন সেলিম-খোকন

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চকবাজারের শাহী মসজিদ থেকে গলাগলি করে জুমার নামাজ শেষে বের হলেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন ও সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

নামাজ শেষে বের হয়ে সবাই চলে যান নবাবপুরের আরজু হোটেলে। সেখানেই কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ সারেন হাজী মোহাম্মদ সেলিম ও সাঈদ খোকন।

সাঈদ খোকনের ব্যক্তিগত সচিব হাবিবুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক পদ পাওয়ার আশ্বাসেই আনুষ্ঠানিকভাবে সাঈদ খোকনের পক্ষে মাঠে নামেন হাজী মোহাম্মদ সেলিম- সংশ্লিষ্ট সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের বাসার পাশে চকবাজারের শাহী জামে মসজিদে শুক্রবার জুমার নামাজে যান সাঈদ খোকন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহানগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মোস্তফা জালাল মহিউদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। নামাজ শেষে কোলাকুলিও করেন সাঈদ খোকন ও হাজী সেলিম।

সাঈদ খোকন এ সময় সাংবাদিকদের বলেন, ‘হাজী সেলিম ভাই শাহী মসজিদে নামাজ পড়ার জন্য টেলিফোন করেছিলেন। আমি সবার দোয়া নিতে এখানে এসেছি।’

আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত হাজী মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বৈঠকটি স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হয়।

সূত্র মতে, ওই বৈঠকেই হাজী মোহাম্মদ সেলিমকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে কাজ করার নির্দেশ দেন দলের শীর্ষ নেতারা। এমনকি সরাসরি গণসংযোগেও অংশ নিতে বলা হয়। হাজী সেলিম এ প্রস্তাবে রাজি হয়ে যান। তবে তিনি সিটি নির্বাচনের পর ঢাকা মহানগর আওয়ামী লীগ কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পাওয়ার আগ্রহের কথা জানান। আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তাকে বিভক্ত ঢাকা মহানগর কমিটি দক্ষিণের সাধারণ সম্পাদকের পদ দেওয়ার আশ্বাস দেন।

ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসায় অনুষ্ঠিত বৃহস্পতিবার রাতের বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এম আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এমন একজন সম্পাদক বলেন, ‘হাজী সেলিম আমাদের লোক, সাঈদ খোকনও আমাদের লোক। একজন মেয়র হলে অন্যজন পদের কথা বলতেই পারেন। এটা তো অন্যায় কিছু না।’

পদে সমঝোতা, দুপুরেই খোকনের পক্ষে নামছেন সেলিম



মন্তব্য চালু নেই