গর্ভের সন্তান ভুমিষ্ঠ হওয়ার আগেই যেভাবে ‘ছুঁয়ে’ দেখলেন এক অন্ধ মা (ভিডিও)

প্রত্যেক মা’র কাছে সন্তানকে প্রথমবারের মতো দেখাটাই সবচেয়ে বিশেষ মুহূর্ত। গর্ভধারণের পর থেকে অনাগত সন্তানকে বিভিন্নভাবে অনুভব করেন মায়েরা। অপেক্ষায় থাকেন কখন ভূমিষ্ঠ হবে সন্তান? কখন আসবে আনন্দের সে ক্ষণ? আর সন্তান ভূমিষ্ঠ হবার পরের মিনিটটিতে যেন সে আনন্দেরই বিস্ফোরণ হয়।

আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন মায়েরা আল্ট্রাসনোগ্রাফি প্রযুক্তির মাধ্যমে জন্মের আগেই তাদের সন্তানদের দেখতে পায়। বুঝতে পারে, আগত অতিথি ছেলে হবে নাকি মেয়ে। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী মায়েদের ক্ষেত্রে কি হবে? জন্মের আগে সন্তানকে দেখার সুযোগ তো তারা পান না।

কিন্তু সে অসম্ভবকেও সম্ভব করেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। ‘হাগিস’ কোম্পানির সহায়তায় এক অন্ধ মা’কে সন্তান জন্মের আগেই তার সন্তানকে অনুভব করার এবং আল্ট্রাসাউন্ড পাওয়ার সুযোগ করে দিয়েছে তারা। কিভাবে?

Capture11 Capture112 Capture1122

দেখুন ভিডিওতে-

https://youtu.be/KD0AC43fc_4



মন্তব্য চালু নেই