‘গরু খাওয়ার কারণে ধর্ষণের শিকার’

ভারতের হরিয়ানা রাজ্যের মেওয়াতে দুই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার প্রায় দুই সপ্তাহ পরে তাদের মধ্যে একজন বলেছেন, গরু খাওয়ার কারণে তারা ধর্ষণের শিকার হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানা গেছে।

দিল্লিতে অধিকারকর্মী সাবনাম হাশমির উপস্থিতিতে ওই নারী বলেন, তারা আমাদের জিজ্ঞাসা করেছিল আমরা গরুর মাংস খেয়েছিলাম কিনা। আমরা বলেছিলাম যে আমরা কখনও খাইনি, তারা বলেছিল এটা তোমাদের গরু খাওয়ার শাস্তি।

তবে পুলিশ বলেছে, ওই নারীদের পরিবার কিংবা তারা কেউই এ বিষয়টি অভিযোগে উল্লেখ করেননি।

গত মাসের ২৪ তারিখ ২০ বছর বয়সী ওই নারী ও তার ১৪ বছর বয়সী ভাতিজিকে কয়েকজন মিলে ধর্ষণ করে। তাদের চাচা ও চাচিকে সেময় বেঁধে রাখা হয় এবং পরবর্তীতে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ আনা হলেও এলাকায় বিক্ষোভের পর পুলিশ তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে।



মন্তব্য চালু নেই