গরুর মাংস নিষিদ্ধের মন্তব্য করে সমালোচনায় সোনাক্ষি
বলিউড হিরোইন সোনম কাপুর মাত্র একদিন আগেই মহারাষ্ট্রে সাপ্তাহব্যাপী জৈন উৎসবের সময় গরুর মাংস নিষিদ্ধ হওয়া নিয়ে মন্তব্য করে ট্যুইটার করে প্রায় আক্রান্ত হয়ে পড়েন। তার পর পর বলিউডের আরেক তারকা একই রকমের মন্তব্য করে আবার আলোচনায় আসেন। তিনি হলেন বলিউড সুপার হিরোইন সোনাক্ষি সিনহা। তিনি ট্যুইটে গরুর মাংস নিষিদ্ধের ব্যপারে মন্তব্য করেন।
আর টুইটিদের হাত থেকে তিনিও রেহাই পেলেন না। সোনাক্ষি ট্যুইট করার পরই যেন ঝাঁপিয়ে পড়ছেন ট্যুইটিরা। এর আগে প্রাক্তন স্বাস্থমন্ত্রী ডা. হর্ষ বর্ধনের উদ্দেশ্যে করা একটি ট্যুইটে উল্লেখ করে সোনাক্ষি দিমত পোষন করেছেন বলে মন্তব্য করেছেন এক ট্যুইটি।
তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন কারণে ট্যুইটারে সমালোচনার মুখে পড়েছেন সোনাক্ষি সিনহা। এমনকি, কেন তাকে দেখতে কুতসিৎ লাগছে তা নিয়ে মন্তব্য করতে ছাড়েনি টুইটিরা। আপাতত বুদাপেস্টে ফোর্স টু ছবির শুটিংয়ে ব্যস্ত সোনাক্ষি।
মন্তব্য চালু নেই