গরীব হওয়ায় ভর্তি নেয়নি হাসপাতাল, রাস্তাতেই বাচ্চা প্রসব (ভিডিওসহ)

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের একটি এলাকায়। প্রসবের জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় ভর্তি নেয়নি হাসপাতাল। সেই কারণে হাসপাতালের বাইরে রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন এক মহিলা।

গরীব ওই গর্ভবতী মহিলার হাসপাতালে ভর্তি হওয়ার সামর্থ্য ছিল না। করা ছিল না কোনও স্বাস্থ্য বীমা।

সেই কারণে গর্ভাবস্থায় প্রবল প্রসব যন্ত্রণা উঠলেও তাঁকে ভর্তি নিতে চাইনি কোনও হাসপাতাল।

অবশেষে ওই হাসপাতালের বাইরে কিছু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর সহযোগীতায় নিজের সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। শেষ পাওয়া খবরে মা এবং সদ্যজাত শিশু দু’জনেই ভালো আছে। বিরল সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী করে রেখেছিলেন স্থানীয় একজন। সেই ভিডিওটিই এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে একটি হুইল চেয়ার ধরে রয়েছেন ওই মহিলা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই