গরমে শিশুর যে বিষয়গুলো খেয়াল রাখবেন

গরমে শিশুদের বড়দের তুলনায় বেশি অসুবিধা হয়। অনেক সময় তারা তাদের অসুবিধার কথা বলতেও পারে না। ফলে এ সময় বাড়তি কিছু বিষয় খেয়াল রাখাটা জরুরী।

১. গরমে শরীরে পানিশূন্যতা হতে পারে। এ কারণে বারবার পানি পান করান। ডাবের পানি, ফলের রস ইত্যাদি বেশি করে খাওয়ান।
২. শরীরের তাপমাত্রা বাড়লে গা মুছে দিন।
৩. শিশুকে এ সময় অবশ্যই সুতির নরম ও পাতলা পোশাক পরান।
৪. সঠিক সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে আপনার শিশুর কোমল ত্বক রক্ষা পাবে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে।
৫. গরমের সময় মশা, মাছি, পিঁপড়ে অথবা বিভিন্ন পোকামাকড়ের প্রকোপ দেখা যায়, যা আপনার শিশুর অসুস্থতার কারণ হতে পারে। আপনার ঘরকে এগুলো থেকে মুক্ত রাখতে অ্যারোসল বা অন্য কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার শিশু যেন কোনোভাবেই এগুলোর নাগাল না পায়। এছাড়া ঘরকে পোকামাকড়মুক্ত রাখতে ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ফুলের টবে বা অন্য কোথাও এমনকি বালতিতেও পানি জমতে দেবেন না।
৬. শিশুকে সরাসরি ফ্যান কিংবা এসির কাছে শোয়াবেন না। প্রয়োজনে ঘরের জানালা খুলে দিন।
৭. কোনও ভাবেই যেন ঘাম শরীরে না শুকায়, এতে ঠান্ডা লেগে যেতে পারে। এজন্য বারবার ঘাম মুছে দিন।
৮. শিশুর ত্বকে যেন ঘামাচি না ওঠে এজন্য গোসলের পর এবং ঘুমাতে যাওয়ার আগে ঘামাচি পাউডার লাগিয়ে দিন।
৯. আপনার শিশুর পোশাকের দিকে লক্ষ রাখুন। ঘেমে ভিজে গেলে বা নোংরা হয়ে গেলে তা পরিবর্তন করে দিন।



মন্তব্য চালু নেই