গরমে যৌন জীবন সুন্দর করতে কী করবেন, আর কী করবেন না?

গরম মানেই ঘাম আর অস্বস্তি। কিন্তু, গরম বলেই মনকে বাগ মানানো যায় কি? একজনের মন হয়তো চাইছে স্পর্শ, খুনসুটি। অন্যজন তখন ঘেমে ক্লান্ত। আপত্তি জানাতেই মুখভার। কিন্তু এবার আর না। এই গরমেও উপভোগ্য হয়ে উঠবে আপনার যৌন জীবন। রইল কিছু টিপস।

কী করবেন –

১) শুরুটা হোক স্নান দিয়ে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুজনে মিলে… ভেজা শরীরে আলতো ছোঁয়া অনুঘটকের মত কাজ করবে।

২) বাইরে প্রচণ্ড গরম। ঠান্ডা আরাম পেতে আজ AC নয়। আলতো হাতে বরং বরফের টুকরো ঘষুন আপনার পার্টনারের শরীরে।

৩) একে অপরের বডি স্পা করতে পারেন।

৪) ভরপুর রোম্যান্স চাইলে এক সঙ্গে ঘুমোতে পারেন। তবে, দেখবেন দরজা-জানলাটা যেন বন্ধ থাকে।

৫) হাতে কদিন সময় থাকলে জুটিতে ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ুন। ঘুরে আসুন কোনও ঠান্ডার জায়গা থেকে।

কী করবেন না –

১) একসঙ্গে স্নান করলেও বাথটাবে সেক্স নয়।

২) সমুদ্র সৈকতেও সাহসী হওয়ার দরকার নেই।

৩) গরমে এড়িয়ে চলুন বিচ বা পুল পার্টি।



মন্তব্য চালু নেই