গরমে চলবে না যে স্টাইল

পাগল করা গরম এলেই আলমারি থেকে বেরিয়ে পরে ছোটো ছোটো পোশাক। বেরিয়ে পরে হট প্যান্টস্, স্লিপার, স্প্যাগেটি। কিন্তু তাতে কী গরম মানে ?
ছোটো পোশাক পরলেই যে গরমকে বশ করা যাবে, তেমনটা কিন্তু নয় । গরমে আরও একটু ফুরফুরে হতে বেছে নিন সঠিক কাপড় ও টেক্সচার ।

১. যদি মনে করেন, ডেনিমের হট প্যান্টটাই আপনাকে কুল করে তুলবে, ভুল ভাবছেন। পোশাকের ছোটো আকারের জন্যে হয়তো খোলামেলা হতে পারবেন, কিন্তু তাতে গরম লাগা কমবে না। গরমে সত্যি সত্যি কুল হতে চাইলে বেছে নিন লিনেন বা সুতির হটপ্যান্ট ।

২. জুতো বাছার ক্ষেত্রে বেছে নিন রঙিন হাওয়াই বা ফ্লিপফ্লপ। খোলামেলা হওয়ায় আরাম পাবেন । কিন্তু সস্তার হাওয়াই পরবেন না । ঘামে ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা তৈরি হবে ।

৩. ওয়ান পিস ডেনিমকে ‘না’ বলুন । ডেনিম ব্যাপারটাকে আগাগোড়া আলমারিতে তুলে রাখুন । গরমের জন্যে ডেনিম নয় । ডেনিম শীতের, ডেনিম ঠান্ডার। গরমে ডেনিম পরে নিজেকে খামোখা কষ্ট দেবেন না।

৪. মোজার ক্ষেত্রেও চুজি হতে হবে আপনাকে। হালকা সুতির মোজা বাছুন। সাদা হলে সবচেয়ে ভালো।

৫. ফুলহাতা পোশাক পরতে পারেন। এতে হাতে ট্যান পড়বে না । তবে সিফন বা সিল্কের ফুল স্লিভ এড়িয়ে চলাই ভালো। পিওর কটন বা লিনেন পোশাকের দিকে ঝুঁকে যান।



মন্তব্য চালু নেই